বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে সতর্ক করেছেন রিয়াল মাদ্রিদের স্পেনিয়ার্ড তারকা দানি কারভাহাল। স্বদেশি লামিনের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাকেও খাটো করে দেখছেন না তিনি। বিশ্বাস করেন, লামিন হতে পারেন সময়ের সেরা। কারভাহালের মতে, বার্সেলোনার হয়ে লামিন যা করছেন তাকে সামলানোও কঠিন।
রিয়াল রাইটব্যাক বলেছেন, ‘সবার ভাবা উচিত বার্সেলোনায় লামিনের অবস্থাটা জটিলতর। তার বয়স এখন ১৮। এরইমধ্যে বার্সার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। এমনকি বিশ্বফুটবলের অন্যতম। বার্সার সাথে গুরুত্বপূর্ণ চুক্তি সেরেছেন তিনি।’
‘লামিন ভুল করছেন, আমরাও করি। তবে মাঠে নিজের সেরাটা দিয়ে ভালো খেললে সেই সমালোচনা আর থাকে না। তার যে প্রতিভা আছে এতে তার জেনারেশনের সেরা খেলোয়াড় হতে পারবেন তিনি।’
২০২৪ ইউরো জয়ী স্পেনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন লামিন। তিনি গত মৌসুমে বার্সার হয়ে সেরা খেলেছেন। ৫৫ ম্যাচ খেলে ১৮ গোলের সাথে সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৫ গোল। বার্সার ঘরোয়া ডাবলসহ জিতেছেন সুপার কোপা।
রিয়ালের হয়ে ছয়বারের ইউরোপসেরা কারভাহাল বলেছেন, ‘লামিন ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার তার সময়ে। ১৮ বয়সকে ছোটো করে দেখার কিছু নেই। এই বয়সে আমি রিয়ালের কাস্তিয়াতে ছিলাম। এই বয়সে আসলেই কঠিন পেশাদার ফুটবলে আধিপত্য বিস্তার করা।’









