বার্সেলোনায় দুর্দান্ত সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এবং স্পেনের কৈশোর না পেরোনো লামিন ইয়ামাল। সম্প্রতি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দুজনের পারফরম্যান্সে নাস্তানাবুদ হয়েছে রিয়াল মাদ্রিদ। ফাইনালের পর রাফিনহা লামিনকে নিয়ে বলছেন, ভবিষ্যতে কমপক্ষে তিনটি ব্যালন ডি’অর জিতবে সে।
এ মৌসুমে হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনায় দুরন্ত সময় কাটছে দুই তারকার। দুজনের যে ফর্ম, ২০২৫ সালের ব্যালন ডি’অরের মঞ্চে তাদের একসাথে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না। লামিন ইতিমধ্যে বলেছেন, নিয়মিত পুরস্কারটির দিকে চোখ রাখছেন।
রাফিনহা আবার এক কাঠি এগিয়ে ইয়ামাল সম্পর্কে জানিয়েছেন, ‘লামিন বেশকিছু ব্যালন ডি’অর জিততে চলেছে, তিনটির কথাই ধরেন।’
এসময় নিজেকে নিয়ে রাফিনহার বলেন, ‘আমার লক্ষ্য হল প্রতিদিন নিজের উন্নতি করা। যদি এ পুরস্কার আসে, ভালো কথা, কিন্তু আমার কাছে সম্মিলিতভাবে অর্জন করা শিরোপা মূখ্য বিষয়।’
দুজনের ফর্ম এমন থাকলে আরও শিরোপা ধরা দিতে পারে বার্সার হাতে। বুধবার কোপা ডেল রে’র শেষ ষোলোয় রিয়াল বেটিসের বিপক্ষে নামবে বার্সা।









