নিয়মিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে খ্যাতি কুড়ানো সন্দীপ লামিচানে গ্রেপ্তার হয়েছেন। নাবালিকা ধর্ষণের অভিযোগে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রায় একমাস পর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারকা ক্রিকেটারকে গ্রেপ্তার করে নেপালি পুলিশ।
দেশে ফেরার দিনেই তাকে আটক করা হয়, নিশ্চিত করেছেন কাঠমান্ডু ডিস্ট্রিক পুলিশের মুখপাত্র দিনেশ রাজ মৈনালি। বিদেশে থাকায় ইন্টারপোলের সাহায্য নিয়েছিল নেপালের পুলিশ।
লামিচানে দেশে ফেরার আগে অবশ্য নিজেই জানিয়ে দিয়েছিলেন ফিরছেন। ফেসবুক পোস্টে নিজেকে নির্দোষও দাবি করেন। জানিয়েছিলেন, কোন ফ্লাইটে, কখন কাঠমান্ডুতে পৌঁছাবেন। সেই সূত্র ধরে দেশে নামার সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।
গত মাসে খবর আসে, ১৭ বর্ষী নাবালিকা ভক্তের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেছেন তারকা লেগ স্পিনার। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে পাঠানোর পাশাপাশি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে কাঠমান্ডু ভ্যালি পুলিশ। ঘটনায় নেপাল ক্রিকেট বোর্ড (সিএএন) লামিচানেকে জাতীয় দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়। বাদ পড়েন সিপিএল থেকেও।
অভিযোগকারীর দাবি, তিনি লামিচানের ভক্ত এবং তারকা ক্রিকেটারের সঙ্গে হোয়াটসঅ্যাপ-স্ন্যাপচ্যাটে কথা বলতেন। লামিচানে একসময় নিজে থেকেই তার সঙ্গে দেখা করতে চান।
পুলিশ বলছে, লামিচানে মেয়েটির সঙ্গে দেখা করেন এবং ২২ সেপ্টেম্বর কেনিয়া সফরে দলের সঙ্গে তাকেও যেতে প্রস্তাব দেন। সেদিন রাত আটটার বেশি বেজে যাওয়ায় মেয়েটি হোস্টেলে ফিরতে পারেননি। লামিচানে তখন তাকে কাঠমান্ডু হোটেলে থাকতে বাধ্য করেন।
লেগ স্পিনে ভেলকি দেখিয়ে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছেন লামিচানে। আইপিএল, সিপিএল হয়ে বিশ্বের বড় বড় টি-টুয়েন্টি টুর্নামেন্টের অন্যতম তারকা হয়ে উঠেছেন। দেশের জার্সিতে ৩০ ওয়ানডেতে ৬৯ উইকেট ও ৪৪ টি-টুয়েন্টিতে শিকার করেছেন ৮৫ উইকেট। নেপালের হয়ে ২০১৮ সালে অভিষেক ২২ বর্ষী তারকার।









