জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, লালমাটিয়া কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার মান, ফলাফল এবং একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়াতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের ধারাবাহিকতা খুবই প্রশংসনীয়। এই ধারাবাহিক সাফল্য ও অগ্রযাত্রায় লালমাটিয়া সরকারি মহিলা কলেজ অচিরেই মডেল কলেজে রূপান্তরিত হবে।
গতকাল ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় লালমাটিয়া সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ একথা বলেন। তিনি লালমাটিয়া সরকারি মহিলা কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কলেজ নির্বাচিত হওয়ায় উপাচার্য কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহানারা জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ নাজমুল হক। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক, সহকারী অধ্যাপক মো. আইয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রফেসর মুহাম্মদ নাজমুল হক।
অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহানারা জামান কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে তিনি আয়োজনটি সুষ্ঠু-সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।









