জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতিসহ এই অঞ্চলের গণমানুষের নির্যাতন, সংগ্রাম ও গণ-অভ্যুত্থানের স্মৃতি পুনঃসৃজন করতে রাজধানীর রাজপথে ফিরে এলো ‘লাল মজলুম’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে শান্তিপূর্ণ কর্মসূচি চলছে, শান্তির প্রতীক সাদা পোশাকে গানে গানে সচেতন মানুষদের মানবিক দায়িত্ব ও অধিকার নিয়ে সচেতন করার চেষ্টা।
হঠাৎ করেই হেলমেট পরিহিত একদল লোক হামলা শুরু করে কর্মসূচিতে। এরপর শুরু প্রতিবাদী স্লোগান। স্লোগানগুলো শুনে কারও হঠাৎ মনে হতে পারে জুলাই হয়তো আবারও ফিরে এসেছে!
এমনই পরিস্থিতি দেখা গেল শনিবার (১৬ নভেম্বর) বিকালে। জুলাই আন্দোলনের থিমকে প্রাধান্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই কর্মসূচিই ‘লাল মজলুম’।
পথ চলতে চলতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয় এই পথ নাটক। পুরো আয়োজনে ফুটিয়ে তোলা হয় ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা ও নির্যাতনের চিত্র।
গণপরিবেশনা ‘লাল মজলুম’ এর নির্দেশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান।এই আয়োজন নিয়ে তিনি আগেই বলেন, একদিকে শিক্ষার্থী-শ্রমিক জনতার জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি যেমন রোমন্থন করে পুনঃসৃজন করে, তেমনি এই জনপদে ইতিহাসের বিভিন্ন বাঁকে সংঘঠিত গণঅভ্যুত্থানকেও একসূত্রে গ্রথিত করে।









