জোকার সিনেমার সিকুয়েল ‘জোকার : ফোলি এ ডিউক্স’ আসছে। এ পর্বে থাকছেন পপস্টার, অভিনেত্রী লেডি গাগা। লেডি গাগা থাকছেন ‘হার্লে কুইন’ চরিত্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে লেডি গাগা কথা বলেছেন হার্লে কুইন চরিত্রটি সম্পর্কে।
গাগা জানিয়েছেন এতকাল ‘হার্লে কুইন’ চরিত্রটি বিভিন্ন অভিনেত্রী যেভাবে ফুটিয়ে তুলেছেন, তার চেয়ে সম্পূর্ণ আলাদা হতে চলেছে তার অভিনীত চরিত্রটি। ডিসি কমিক বইয়ের সাথেও মিলবে না এই চরিত্র।
তিনি বলেন, ‘আমার ভার্সনের হার্লে শুধু আমার নিজস্ব। এটি এই ছবিতে এবং এই চরিত্রে একদম অথেনটিক। এই ছবির জন্য যা করেছি তা আগে কখনও করিনি। তাই এটা পুরো নতুন কিছু এবং মজার হতে চলেছে।’
এর আগে ‘সুইসাইড স্কোয়াড’, ‘বার্ডস অব প্রে’ এবং দ্য ‘সুইসাইড স্কোয়াড’-এ ‘হার্লে কুইন’ চরিত্রে অভিনয় করে মন জয় করেছেন মারগট রবি।
গাগাকে দেখা যাবে মার্কিন অভিনেতা জোয়াকিন ফিনিক্সের বিপরীতে। এছাড়া সিনেমায় আরো থাকছেন অভিনেতা ক্যাথরিন কেনের, ব্র্যান্ডান গ্রেসন ও জাজিই বিটসসহ আরো অনেকে। ৪ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস









