চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিকদলের স্থানীয় নেতা আবদুল মান্নানকে (৪২) গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ক্ষেত্রবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আবদুল মান্নান (৪২) নাজের সওদাগরের ছেলে। তিনি সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ছিলেন। গত বছর ৫ আগাস্টের পর সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম বলেন, মোটরসাইকেলে করে ক্ষেত্র বাজারে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা মান্নানকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মান্নানের বাড়ি রাঙ্গুনিয়ায় হলেও পরিবার নিয়ে তিনি চন্দ্রঘোনা এলাকায় থাকতেন।
ওসি আরও বলেন, তিনি কেন ক্ষেত্রবাজার এলাকায় গিয়েছিলেন, আমরা তা খতিয়ে দেখছি।









