শিশু শ্রমের সংজ্ঞায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি বছরের শেষের দিকে অর্থ্যাৎ নভেম্বরের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে।
বুধবার (১৮ জুন) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শ্রম উপদেষ্টা বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির মাধ্যমে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ব্যালট প্রকল্পে ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া।
এসময় তিনি আরও বলেন, শিশু শ্রম বিষয়ে জরিমানা বাড়ানো হবে। এছাড়াও শিশু শ্রমের সংজ্ঞায়ও পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হবে।








