স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে বড় দুঃসংবাদ দিয়েছে লা লিগা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিকভাবে বার্সার ফুটবলার দানি ওলমো ও পাউ ভিক্টরের নিবন্ধনের আবেদন বাতিল করা হয়েছে। ৬০ মিলিয়ন ইউরো মূল্যের তারকা ওলমো আর কাতালুনিয়ার ক্লাবটির হয়ে খেলতে পারবেন না, যদি না বার্সা আইনি লড়াইয়ে জয়ী হয়।
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘বার্সেলোনার পক্ষ থেকে ওলমো ও ভিক্টরের নিবন্ধনের আবেদন জানানো হয়। ৩ জানুয়ারি ২০২৫ তারিখে ক্লাবের বাজেট সংক্রান্ত শর্তগুলো পূরণ করা হয়। তবে ফেডারেশনের সাধারণ নিয়মাবলির ১৩০.২ ও ১৪১.৫ ধারা অনুযায়ী, একই মৌসুমে একটি ক্লাবের জন্য বাতিলকৃত লাইসেন্স পুনরায় অনুমোদিত করা সম্ভব নয়। ফলে আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।’
বেশ কিছুদিন ধরেই ওলমো ও ভিক্টরের নিবন্ধন সম্পন্ন করার চেষ্টা করছিল বার্সেলোনা। সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, বার্সা এখন আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে, তবে এই জটিলতার মধ্যে খেলোয়াড়রা বিকল্প ক্লাব খোঁজার দিকেও নজর দিতে পারেন।
চলতি মৌসুমে ১১ ম্যাচে ৫ গোল করা তারকা ওলমো এখন পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে পারেন, যা তার ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে আসতে পারে। ইতিমধ্যে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল তার দিকে নজর দিয়েছে।









