লা লিগা চ্যাম্পিয়ন হয়ে মৌসুম শেষ করেছিল বার্সেলোনা। আগামী ১৩ আগস্ট নতুন মৌসুম শুরু করবে লিগ টাইটেলধারী কাতালান ক্লাবটি। প্রতিপক্ষ গেটাফে। লা লিগায় এবার নিজেদের প্রথম ম্যাচে গ্যালারিতে সমর্থকদের পাচ্ছে না বার্সেলোনা। দর্শকশূন্য মাঠে লড়বে স্বাগতিক গেটাফের বিপক্ষে।
২০১৯ সালের একটি ঘটনায় শাস্তি পেয়েছে গেটাফে। স্পেনের সুপ্রিম কোর্টের নির্দেশনায় দর্শকবিহীন এক ম্যাচ খেলতে হবে ক্লাবটিকে। ফলে বার্সার বিপক্ষে ম্যাচে থাকবে না কোনো দর্শক।
ঘটনাবহুল সেই ম্যাচটি গেটাফে খেলেছিল টেনেরিফের বিপক্ষে। ম্যাচ চলাকালীন সময়ে নিজ সমর্থকদের স্টেডিয়ামে শৃঙ্খলাভঙ্গ ও সহিংসতার জন্য দোষী সাব্যস্ত হয় গেটাফে।
ওই ঘটনায় ক্লাবটিকে প্রথমে ১৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল। পরে লা লিগার সহিংসতা বিরোধী কমিটি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আপিলের রায়ে এক ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলার শাস্তি পায় ক্লাবটি। যা কার্যকর হবে লা লিগায় নতুন মৌসুমে গেটাফের প্রথম ম্যাচে।







