টানা চার জয়ের পর পূর্ণ পয়েন্ট আদায়ে ব্যর্থ হয়েছে লা লিগায় টেবিল শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে জাভি আলোনসোর শিষ্যরা গোলশূন্য ড্র করেছে রায়ো ভায়েকানোর বিপক্ষে। পরে জাভি বলেছেন, ‘আমরা সবাই জানি এখন আমাদের অবস্থান কোথায় এবং আমরা কী চাচ্ছি। এখনও নভেম্বর চলছে, মৌসুমের বাকি অনেক সময়।’
ভায়েকানোর মাঠ এস্তাদিও ডে ভায়েকাসে বল দখলে রিয়াল এগিয়ে ছিল পুরো ম্যাচে। শেষপর্যন্ত লস ব্লাঙ্কোসরা কেবল জালের দেখা পায়নি। ভায়েকানোর গোলমুখে ১০ শট নিয়ে ব্যর্থ হয়েছে। দুই পয়েন্ট হারিয়েও অবশ্য তারা লিগে শীর্ষ অবস্থান করছে।
জাভি বলছেন, ‘আমরা সবসময়ই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। এসব ম্যাচে এবছর ও আগের বছরও ধুঁকেছি। রায়ো ভালো খেলেছে। আমরা সব লড়াই জিতিনি, এমনকি সব লড়াই হারিনি। অ্যানফিল্ডে হেরেছি, সামনের ম্যাচগুলোর জন্য মানসিকভাবে শক্তিশালী ও ভালো প্রস্তুতি দরকার।’
‘সবচেয়ে বেশি চিন্তিত দলের ক্রমাগত উন্নতির ব্যাপারে। মৌসুম এখনও দীর্ঘ, কিন্তু দলের উপর চাহিদা বেশ উচ্চ। মনে করছি ভালো ও খারাপ সময় থাকবেই। এরমাঝেই আমাদের মানিয়ে নিয়ে মৌসুমের শেষে ভালো কিছু অর্জনের জন্য এগিয়ে যেতে হবে।’
‘আগস্টে মৌসুম শুরু করেছি। ওসাসুনার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার সময় স্কোয়াডের সবাইকে পেয়েছি। পুরো মৌসুমজুড়েই কম-বেশি সব খেলোয়াড়কে পাওয়া নিয়ে আমার মনোযোগ।’









