লা লিগার শিরোপার জন্য শুরুর দিকে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে ইঁদুর-বিড়াল খেলা চলছিল। একটা সময় অনেকখানি এগিয়ে যায় রিয়াল। বার্সা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষে রিয়াল সহজেই শিরোপা হাতে তুলেছে। বার্সার একের পর এক পয়েন্ট হারানোর সময়টাতে চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন তকমা গায়ে মেখেছে লস ব্লাঙ্কোস বাহিনী। দলটির কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, শিরোপার জন্য দুর্দান্ত অভিযান চালিয়েছেন।
শনিবার রাতে কাদিজের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে মাদ্রিদের ক্লাবটি। অন্যদিকে জিরোনার ঘরের মাঠে ৪-২ ব্যবধানে হারা বার্সার অনেকটা আগেই শেষ হয়ে গেছে শিরোপা ধরে রাখার আশা। রেকর্ড ৩৬ বার লিগ শিরোপা ঘরে তুলে উচ্ছ্বসিত রিয়াল।
শিরোপা জয়ের উচ্ছ্বাসে আনচেলত্তি বলেছেন, ‘শিরোপার জন্য আমরা দুর্দান্ত অভিযান চালিয়েছি। আমরা কিছু ভুল করেছিলাম, কিন্তু সুবিধা আমাদের প্রাপ্য।’
মাদ্রিদ টিভিকে দলটির স্প্যানিশ খেলোয়াড় জোসেলু রোমেলু বলেছেন, ‘আজকের এই মুহূর্তের জন্য মাঠে আমরা সর্বস্ব ঢেলে দিয়েছিলাম। কিছু তরুণ খেলোয়াড় আছে, যারা শিরোপার জন্য ক্ষুধার্ত, এমন পর্যায়ে আসতে পেরে অভিজ্ঞরা বেশ আনন্দিত। এগুলো বিশেষ মুহূর্ত।’
উচ্ছ্বাস করতে দেখা গেছে ভিনিসিয়াস জুনিয়রকেও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে ব্রাজিলিয়ান তারকা শিরোপার ছবি দিয়ে লিখেছেন, ‘আরও একটি।’
জয়ের আনন্দে মেতেছেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো গোয়েসও। শিরোপা নিশ্চিতের পর মাদ্রিদে নিজের গাড়িতে চেপে উদযাপন করতে দেখা গেছে তাকে।









