লিগ লা লিগায় নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্প্যানিশ তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল। চোট থেকে ফিরে বার্সেলোনার জার্সিতে তিন গোল ও তিন অ্যাসিস্ট করেছিলেন এই তারকা। তাতেই রিয়াল মাদ্রিদের কাইলিয়ান এমবাপে ও অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্টোনিও গ্রিজম্যানকে ছাড়িয়ে নভেম্বরের সেরা হলেন তিনি।
নভেম্বরে ইয়ামাল বার্সেলোনার হয়ে লা লিগায় খেলেছেন চারটি ম্যাচ। চার ম্যাচের তিন প্রতিপক্ষ এলচে, সেল্টা ভিগো ও ডেপোর্তিভো আলাভেসের বিপক্ষে গোল পেয়েছেন ইয়ামাল। ক্যাম্প ন্যুতে ফেরার পর অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে গোল না পেলেও ইয়ামাল সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল।
১৮ বর্ষী এই তারকা বার্সেলোনার মাসের সবগুলো ম্যাচ জয়ে রেখেছেন অবদান। এল ক্লাসিকোতে হারার পর তার ক্লাব লিগে পিছিয়ে থেকেও এখন শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।
ইয়ামাল ২০২৪-২৫ মৌসুমে মার্কার দেয়া আলফ্রেড ডি স্টেফানো অ্যাওয়ার্ড জিতেছেন। ব্যক্তিগত বিভিন্ন অর্জনের চেয়ে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের সঙ্গী হতে। এমনকি চলতি মৌসুমে বার্সার হয়ে ট্রেবল, স্পেনের হয়ে ২০২৬ বিশ্বকাপ, সঙ্গে ব্যালন ডি’অর জয়ী হতে চেয়েছেন ইয়ামাল।
এসব কিছু অর্জনের ইচ্ছা পোষণ করে একবার বলেছিলেন, ‘সবকিছুই চাই। আশা করছি সবকিছু অর্জন করতে পারব। এমন না যে এটা সম্ভবও না।’









