রোম্যান্টিক এবং জীবন ঘনিষ্ঠ নাটক নির্মাণে ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছে কেএস এন্টারটেনমেন্ট। এই প্রোডাকশন হাউজের ব্যানারে বুক পকেটের গল্প, তিলোত্তমা, আগন্তুক, হঠাৎ ভালোবাসা, প্রণয়, বরযাত্রী, শেষ কিছুদিন, চিহ্ন, সে বসে একা, বৃষ্টিতে দেখা, অপূর্ণতার মতো নাটক পেয়েছেন দর্শকরা। এই প্রথম হাসির নাটক নিয়ে এলো প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর নাম ‘এক মিনিট’।
পৌনে এক ঘণ্টা ব্যাপ্তীর এই নাটকি বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায়, সুন্দরী তরুণী জুঁইকে বিয়ের করা জন্য পাগল চার তরুণ। তবে মেয়েটি একজনকে ভালোবাসে। বাকি তিন তরুণের প্রত্যেকে জুঁইয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করতে। তাকে পাওয়ার জন্য মজার সব কাণ্ড করতে থাকে। সংলাপ ও দৃশ্যায়নে হাস্যরসে এগিয়ে যায় ‘এক মিনিট’র গল্প।
সোহাইল রহমানের গল্পে এক মিনিট যৌথভাবে নির্মাণে ছিলেন সোহাইল রহমান ও আল হাদী। জুঁই চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান। তার সঙ্গে রয়েছেন আবু হুরায়রা তানভীর, জুনায়েদ বোকদাদী, সৈয়দ নাজমুস সাকিব। একটি বিশেষ চরিত্রে দেখা যায় মীর রাব্বীকে।
প্রযোজক মোহাম্মদ কামরুজ্জামান জানান, এক মিনিট-এর মাধ্যমে কেএস এন্টারটেনমেন্টে প্রথম হাসির নাটক নির্মাণ করলো।
তিনি বলেন, আমরা নানা ধরনের গল্পে কাজ করতে চাই। সেভাবে আগামীতে গল্পে ভিন্নতা রেখে নাটক নির্মাণ করা হচ্ছে। তাছাড়া শুরু থেকে কেএস এন্টারটেনমেন্ট নতুন আর্টিস্ট ও শিল্পীদের ব্রেক দিয়ে যাচ্ছে। নতুনদের নিয়ে কাজ করে রিস্ক থাকলেও শিল্পী সংকট যেমন দূর হচ্ছে, তেমনি আমাদের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে।










