সম্প্রতি অবসর ভেঙে জার্মানির মধ্যমাঠ শক্ত করতে যোগ দিয়েছিলেন মিডফিল্ডার টনি ক্রুস। তাকে দলে রেখে ইউরো-২০২৪ এর স্কোয়াড দিয়েছে স্বাগতিক জার্মানি। এবার অবসরের ঘোষণা দিলেন ক্রুস, ইউরো খেলে বুটজোড়া তুলে রাখবেন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিয়ে রিয়াল মাদ্রিদকে বিদায় জানাবেন ক্রুস। ইউরো দিয়ে বিদায় জানাবেন ফুটবলকে।
৩৪ বর্ষী ক্রুস ২০১৪ সালে যোগ দিয়ে রিয়াল মাদ্রিদে ২২টি শিরোপা জিতেছেন। রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, বায়ার্ন মিউনিখের হয়ে আরও একটি এবং চারটি লা লিগা শিরোপা রয়েছে তার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রুস লিখেছেন, ‘১০ বছর পর, এ মৌসুমের শেষে এই অধ্যায়ের সমাপ্তি টানছি। আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে স্বাগতম জানিয়েছেন এবং খোলামনে গ্রহণ করেছেন। কিন্তু বিশেষ করে ধন্যবাদ আপনাদের, প্রিয় মাদ্রিদিস্তা, প্রথমদিন থেকে শেষপর্যন্ত আপনাদের ভালোবাসা ও স্নেহের জন্য।’
‘এ সিদ্ধান্তের অর্থ সক্রিয় খেলোয়াড় হিসেবে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ শেষে এ মৌসুমে শেষ হবে। যেটা সবসময়ই বলি, রিয়াল মাদ্রিদ আমার শেষ ক্লাব হবে। আমি খুশি এবং গর্বিত, নিজে এটার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। আমার লক্ষ্য পারফরম্যান্সের সর্বোচ্চ পর্যায়ে থেকে অবসর নেয়া।’
দেশের হয়ে ১০৮ ম্যাচ খেলে ক্রুস গোল করেছেন ১৭টি। তার সমৃদ্ধির ঝুলিতে একটি বিশ্বকাপ, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, বর্ষসেরা খেলোয়াড় ও গোলদাতার পুরস্কার রয়েছে। ২০১০ সালের মে মাসে জার্মানির হয়ে অভিষেক হয়েছিল মধ্যমাঠ তারকার।
ক্রুস রিয়াল মাদ্রিদে আসেন ২০১৪ সালে। টানা ১০ বছর সেখানে খেললেন। ক্লাবের হয়ে ৪৬৩টি ম্যাচে ২৮ গোলের পাশাপাশি ৯৮টি অ্যাসিস্ট রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনাল খেলে রিয়ালকে বিদায় বলবেন।









