জনপ্রিয় সংগীতশিল্পী কোনালের জন্মদিন বুধবার (২৮ জানুয়ারি)। বিশেষ এই দিনে সময়ের ব্যস্ত এই শিল্পী এসেছিলেন চ্যানেল আই তারকা কথন অনুষ্ঠান। পরে চ্যানেল আই অনলাইনকে নিজের জন্মদিনে তার আজকের অবস্থানের নেপথ্যে যে মানুষগুলোর অবদান আছে তাদের কৃতজ্ঞতা জানান।
কোনাল বলেন, বাবা মায়ের কাছ থেকে জীবন শুরু। তাদের প্রতি আমার সবচেয়ে বেশি কৃতজ্ঞতাবোধ রয়েছে। যা কিছু পেয়েছি, তারা ছোটবেলা থেকে সেই শিক্ষা না দিলে কিছুই পাওয়া সম্ভব হতো না। এরপর মনজুর কাদের জিয়া (কোনালের স্বামী) জীবনে এসে আমাকে অনেক ভালোবাসা ও অনুপ্রেরণা দিয়েছে। ওর প্রতিও আমার অনেক কৃতজ্ঞা। এসবের বাইরে আমার জীবনের সমস্ত শিক্ষক, মিউজিক ডিরেক্টর, কোআর্টিস্ট সবার সাপোর্ট পেয়েছি। আমাদের মেগাস্টার শাকিব খান ভাইয়ের কাছেও আমি কৃতজ্ঞা। কারণ, তার কারণে ‘প্রিয়তমা’র মতো গান গাইতে পেরেছি।
চাইল্ড ডেভেলপমেন্টে মার্স্টাস করেছেন কোনাল। তিনি বলেন, শিশু বিকাশ নিয়ে পড়েছি কারণ আমি মনে করি মানুষকে জানতে হলে একেবারে শুরু থেকে জানা উচিত। এটার উপযুক্ত হচ্ছে শিশুকাল থেকে জানাকে। ভবিষ্যতে সংগীতের সঙ্গে শিশু বিকাশ যুক্ত করে কাজ করতে চাই। আমি ভবিষ্যতে শিশুদের কাছে গিয়ে জানতে চাই, বিশেষ করে যারা রিফিউজি শিশু তাদের কাছে গিয়ে সংগীত নিয়ে বিকাশ ঘটাতে চাই।
এদিকে, কদিন বাদেই জাতীয় সংসদ নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে নতুন কোনো দল ক্ষমতায় আসবে। একজন শিল্পী হিসেবে যারা ক্ষমতায় আসবেন, তাদের উদ্দেশে নিজের চাওয়া নিয়েও কোনাল আলাপ করেন।
তিনি বলেন, শিল্পী হিসেবে আমার চাওয়া ভয়ভীতি ছাড়া মানুষকে গান শোনাতে চাই। গান মানুষের মনে প্রশান্তি দেয়, সেটা পৌঁছে দিতে চাই। সুন্দর এবং সুস্থভাবে সেটা যে কোনো মাধ্যম দিয়ে সেটা করতে চাই। এজন্য দরকার সুন্দর ও সুস্থ পরিবেশ। শিল্পী হিসেবে আমার চাওয়া এটাই।
বিগত দেড় বছর সারাদেশে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসবের মধ্যে শিল্পচর্চায় আঘাত দেয়া হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল বলেন, মুক্ত স্বাধীন এবং শিল্পচর্চার পরিবেশ যেন আমরা পাই। ছায়ানট ভেঙেছে, তবলা হারমোনিয়াম পুড়িয়েছে এটা যেন না হয়।
কোনাল আরও বলেন, হাতের পাঁচ আঙুল সমান না। আমাদের চারপাশের গাছপালাগুলোও একেকটা একেক উচ্চতার। পৃথিবীর সবার চেহারার অবয়বও একই রকম না। একেক জিনিস একেক রকম। এখানেই কিন্তু পৃথিবীর সৌন্দর্য্য। তেমনই সবার কাজ একই না হয়ে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। যার যার কাজ সে সততা দিয়ে করবে এবং একে অন্যে নিজেদের ভালো কাজকে শ্রদ্ধা জানাবে, এটাই তো হওয়া উচিত।
কোনাল বলেন, যারা নির্বাচিত হয়ে আসবেন তারা আমাদের কাজের জায়গায়কে সুন্দর, নিরাপদ পরিবেশ উপহার দেবেন এটাই চাওয়া থাকবে।







