প্লে-ব্যাকে এই সময়ের সবচেয়ে ব্যস্ত শিল্পী কোনাল নতুন গান আনছেন। এটি সিনেমার গান নয়, মিউজিক ভিডিও। ফিল্মি আয়োজনে এ গানের মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
জানা যায়, গানটির নাম ‘ময়না’। সম্প্রতি এফডিসির একটি ফ্লোরে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। কোনালের গাওয়া ‘ময়না’ গানটি লিখেছেন আসিফ ইকবাল। যার লেখা ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’ সুপারহিট গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন কোনাল। সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।
এর আগে কোনালের গাওয়া ‘মিস বুবলী’, ‘তুমি আমার জীবন’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘মেঘের নৌকা’ গানগুলোতে সিনেমার পর্দায় পারফর্ম করেছিলেন বুবলী। প্রতিটি গানই দর্শকরা পছন্দ করেছিলেন। নতুন করে কোনালের ‘ময়না’ গানের মডেল হলেন নায়িকা বুবলী।
‘ময়না’ গানটি নিয়ে সংশ্লিষ্ঠরা কেউ কিছু জানাননি, তবে প্রত্যেকে নিজেদের সোশ্যাল মিডিয়াতে ‘ময়না’ আসছে পোস্ট দিয়ে প্রচার করছেন।
জানা যায়, ‘ময়না’ পুরোপুরি ড্যান্স মুডের একটি গান। যে গানে পারফর্ম করতে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে দেখা যাবে বুবলীকে।
গানটির কোরিওগ্রাফি করেছেন খালিদ, ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশ। চলতি মাসেই ‘ময়না’ উন্মুক্ত হবে গানচিলের ইউটিউবে।









