ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শ্যুটিংয়ে ফাইনাল রাউন্ডে খেলা প্রথম বাংলাদেশি শ্যুটার কামরুন নাহার কলি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। রাজধানীর একটি রেস্টুরেন্টে শুক্রবার দুপুরে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শ্যুটার কলির স্বামী আহাদ মির্জা পেশায় একজন ব্যবসায়ী। নবদম্পতি উপস্থিত সকলের কাছে দোয়া ও শুভকামনা চান।
মিশরের কায়রোতে ২০২২ সালের অক্টোবরে বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ৬২৯ দশমিক ২ স্কোর তুলেছিলেন কলি। বাংলাদেশি শ্যুটারদের মধ্যে ১০ মিটার এয়ার রাইফেলে এটি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে সেরা স্কোর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ১৩৪ জন প্রতিযোগীর মধ্যে নারায়ণগঞ্জের মেয়ে ১৪তম হন।

কায়রোর মাসখানেক পর সাউথ কোরিয়ার দ্যাগুতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সকলের দৃষ্টিতে চলে আসেন কলি। ফাইনালে উঠে তাক লাগিয়ে দেন। প্রথমবার শ্যুটিংয়ের কোনো চ্যাম্পিয়নশিপে পদক জয়ের আশা জাগান। ফাইনালেও ছিলেন দারুণ ছন্দে। তবে ০.৩ পয়েন্টের জন্য হাতছাড়া হয় ব্রোঞ্জ পদক। ২৫৯.১ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করতে হয়।
বাবা-মায়ের একমাত্র সন্তান কলি। হুট করেই শ্যুটিং জগতে পা রাখেন। পরিবারের কেউ কখনো খেলাধুলার সাথে জড়িত না থাকলেও খেলাধুলার প্রতি ভালোবাসা এবং খুব সমর্থন জুগিয়ে যাওয়াতে আজকের অবস্থানে আসতে পেরেছেন শ্যুটার গার্ল কলি।







