কলকাতায় একের পর এক উঠতি মডেল ও অভিনেত্রীদের ‘রহস্যজনক মৃত্যু’ ও ‘আত্মহত্যা’ ঘটনা ভাবিয়ে তুলছে শোবিজ অঙ্গনের মানুষদের। গেল কয়েক মাসে বেশ কয়েকজন মডেল ও অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
তারই মাঝে এবার খবর এলো, কলকাতায় আরও একজন উঠতি মডেল আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২৪ জুন) গভীর রাতে যাদবপুর থানার নয়াবাদ এলাকার একটি হাউজিং কমপ্লেক্সে আত্মহত্যার চেষ্টা করেন সেই উঠতি মডেল। পরবর্তীতে পুলিশ এবং পরিচিতদের তৎপরতায় প্রাণে বাঁচানো যায় তাকে।
তবে প্রাণে বেঁচে গেলেও আপাতত মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন ওই তরুণী। জানা গেছে, মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ওই মডেল।
২৪ জুন নরেন্দ্রপুরে একটি বাগান বাড়িতে আগমনী মিউজিক ভিডিওর শুটিং শেষে ফিরেছিলেন ওই তরুণী। দুপুরের পর থেকে আচমকা নিরুদ্দেশ হয়ে যান তিনি। সুইচ অফ করে দেন মোবাইল ফোন। গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজের পরিবারকে দোষারোপ করে অনেকগুলি ঘুমের ওষুধ খান। পরে ভোর রাতে হাসপাতালে ভর্তি করা হয় ওই তরুণীকে।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে, ‘আমি বেঁচে থাকার জন্য অনেক সংগ্রাম করেছি। আমার পরিবার একমাত্র সবকিছুর জন্য দায়ী। এখন আমি শান্তি চাই, বিদায়।’
জানা যায় কালনার বাসিন্দা ওই তরুণী। বিগত দেড় বছর ধরে মুকুন্দপুর এলাকার উত্তলিকা আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। বেশ কিছু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পান। কিন্তু বিশেষ উপার্জন করতেন না। এই নিয়েই পরিবারের সঙ্গে কয়েকবার মনোমলিন্য হয়েছে তার। – হিন্দুস্তান টাইমস বাংলা








