আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি এসেছেন ভারতে। বহুল আকাঙ্ক্ষিত ‘গোট’ সফরের অংশ হিসেবে দেশটির চারটি শহরে ঘুরবেন তিনি। এ চার শরহ হল- কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। কিংবদন্তির আগমন স্মরণীয় করে রাখতে ফুটবলপাগল শহর কলকাতায় নির্মাণ করা হয়েছে ৭০ ফুট উঁচু এক ভাস্কর্য। তবে উদ্বোধনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভাস্কর্যের নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা ও ট্রল।
কলকাতায় মেসির ভাস্কর্যের ছবি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ভাস্কর্যটির আদৌ কি কোনো মিল আছে? কেউ কেউ এই ভাস্কর্য দেখে দ্বিধায় ভুগছেন–এটি মেসি নাকি বলিউড তারকা হৃত্বিক রোশন?
একজন এক্স ব্যবহারকারী সোজাসাপ্টা লিখেছেন, ‘কোন দিক থেকে দেখলে এটা মেসির মতো লাগে, আমি বুঝতেই পারছি না।’ আরেকজন তুলনা টেনেছেন কলকাতার ফুটবলার মেহতাব হোসেনের সঙ্গে, প্রশ্ন করেছেন, ‘এটা কার ভাস্কর্য?’
ভাস্কর্যের উচ্চতা নিয়েও বিদ্রুপের লক্ষ্য করা গেছে। একজন মন্তব্য করেছেন, ‘পৃথিবীর সবচেয়ে খাটো মানুষগুলোর একজনের মূর্তিই আবার কীভাবে সবচেয়ে উঁচু হয়?’
এরপর বিভিন্ন প্ল্যাটফর্মে চলতে থাকে রসিকতার বন্যা। যেখানে কলকাতার চলচ্চিত্রের তারকা ঋত্বিক চক্রবর্তীও। জনপ্রিয় এই তারকা ফেসবুকে লিখেছেন, ‘কলকাতায় একটা মেসি’র ভাস্কর্য স্থাপিত হয়েছে ওটা হৃত্বিক রোশন স্বচক্ষে দেখলে খুব খুশি হবেন।’
এদিকে একজন ফেসবুক ব্যবহারকারী তো দাবি করেই বসেছেন, ‘আমি তো ভেবেছিলাম ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছে হৃতিক রোশন।’
১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখা মেসি ১৩ তারিখ কলকাতার সল্টলেক স্টেডিয়ামে, ১৪ তারিখ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং ১৫ তারিখ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। কলকাতায় মেসি লেক টাউনের কাছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে তার ৭০ ফুট উঁচু ভাস্কর্য ভার্চুয়ালি উন্মোচন করবেন। এরপর তিনি সল্টলেক স্টেডিয়ামে (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন) যাবেন।









