ভারতের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্ম খারাপ যাচ্ছে। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে সুবিধা করতে পারেননি বিশ্বজয়ী অভিজ্ঞ দুজনই। টেস্টে দুজনের এমন পারফরম্যান্সে অবসরের আলোচনা উঠেছে।
অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেম্যানও এমন কথা বলছেন। তার ধারণা, ভারতীয় ক্রিকেটের গভীরতা এতটা যে দুই তারকার বিদায়ের অভাব পূরণ করতে কষ্ট করতে হবে না। তাদের জায়গা নেয়ার জন্য ভারতীয়দের অনেকেই প্রস্তুত রয়েছেন।
লেম্যান বলেছেন, ‘দেখুন, যখনই তারা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেক এবং আগামী কয়েকদিনের মধ্যেই হোক না কেনো, তারা (বিরাট কোহলি, রোহিত শর্মা) অনেকদিন ধরে ভারতের দুর্দান্ত খেলোয়াড়।’
‘প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি তরুণ খেলোয়াড়রা দলে আসছে এবং পরবর্তী পর্যায়ে ভালো খেলছে। ভারতীয় ক্রিকেটের গভীরতা এতবেশি যে, আমি হলে খুব বেশি চিন্তা করতাম না। যখনই এ দুজন অবসর নেয়ার সিদ্ধান্ত নেবে, তখনই অনেক প্রতিভাবান তরুণ দলে থাকবে, যা ভারতীয় ক্রিকেটকে ভালো অবস্থানে নিয়ে যাবে।’
এবছর ১৪টি টেস্ট খেলে ২৪.৭৬ গড়ে ৬১৯ রান করেছেন রোহিত শর্মা। এরমধ্যে দুটি সেঞ্চুরির সাথে দুটি হাফসেঞ্চুরি আছে। অন্যদিকে ১০ ম্যাচ খেলা কোহলি ২৪.৫২ গড়ে ৪১৭ রান করেছেন। এসময়ে মাত্র একটি সেঞ্চুরি ও একটি ফিফটির দেখা পেয়েছেন। দুজনের বোর্ডার-গাভাস্কার সিরিজও ভালো যাচ্ছে না।









