ওয়ানডেতে ৩০০তম ম্যাচে ইনিংস লম্বা করতে পারেননি বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরে গেছেন ১১ রানে। ভারত কিংবদন্তিকে থামানোর পথে অবিশ্বাস্য ক্যাচ তালুবন্ধি করেছেন গ্লেন ফিলিপস।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে অসাধারণ ক্যাচে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে বিদায় করেছিলেন ফিলিপস। এই ম্যাচেও দুর্দান্ত কিউই অলরাউন্ডার।
দুবাইতে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচের সপ্তম ওভারে দুর্দান্ত ক্যাচ নেন ফিলিপস। ম্যাট হেনরির অফস্টাম্পের বাইরের ডেলভারিতে সজোরে হাঁকান কোহলি। দ্রুতগতিতে ছুটতে থাকা বল পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ফিলিপস থামান। পুরো শরীর শূন্যে ভাসিয়ে ডানদিকে ঝাঁপিয়ে এক হাতে বল মুঠোয় জমান তিনি।
৩০০তম ওয়ানডে ম্যাচ খেলে কোহলির ঝুলিতে জমা হয়েছে ১৪ হাজার ৯৬ রান। ৫১টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৭৩টি ফিফটি।
দুবাইতে গ্রুপসেরার লড়াইয়ে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১১৮ রান তুলেছে ভারত। শ্রেয়াস আয়ার ৫০ রানে এবং অক্ষর প্যাটেল ৩৫ রানে ক্রিজে আছেন।









