ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে বিরাট কোহলির না খেলা নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে ১১০ কোটি রুপির চুক্তি বাতিলের পথে হাঁটছেন মহাতারকা। তবে পুমা ইন্ডিয়ার তরফ থেকে অবশ্য খবরটি অস্বীকার করা হয়েছে।
ক্রিকেট দুনিয়ার বড় নাম বিরাট কোহলি। বিজ্ঞাপনের বাজারেও চড়া দাম ৩৫বর্ষী মহাতারকার। দীর্ঘ ৮ বছর ধরে তিনি প্রতিষ্ঠানটির ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হয়ে কাজ করছেন। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করছেন কোহলি।
কোহলি প্রসঙ্গে পুমা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কার্তিক বালাগোপালান অবশ্য জানালেন উল্টো খবর। একটি অফিসিয়াল বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘বিরাট কোহলির সঙ্গে পুমার সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং অব্যাহত রয়েছে।’
২০১৭ সালের ফেব্রুয়ারিতে ১১০ কোটি রুপিতে পুমার ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হয়েছিলেন কোহলি। চুক্তি শেষে কোহলি বলেছিলেন, ‘পুমার অংশ হতে পারা একটি বিশেষত্বের বিষয়। যা ক্রীড়াবিদদের অন্যতম পছন্দের একটি ব্র্যান্ড। শুধু উসাইন বোল্টের মতো আজকের আইকনই নয়, পেলে, ম্যারাডোনা, থিয়েরি অরি এবং অন্যান্য তারকাদের নিয়ে এই ব্র্যান্ড সমৃদ্ধি পেয়েছে এবং দুর্দান্ত ইতিহাস রয়েছে।’
এদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। এবার পরের দুটিতেও খেলছেন না ভারতের ব্যাটিং তারকা। এমনকি শেষটিতে খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে গত ২২ জানুয়ারি ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে কোহলির সরে যাওয়ার কথা জানায় বিসিসিআই। দলের সঙ্গে যোগ দিতে সেদিন সকালে হায়দরাবাদে পৌঁছালেও আবার ফিরে যান টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক।
বিসিসিআই বলেছিল, তিনি অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলেন।
ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে কোহলি ছুটি নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছিল- মায়ের অসুস্থতার জন্য মাঠে অনুপস্থিত ছিলেন কোহলি।
তখনই এমন গুজবকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে নিন্দা জানান ৩৫ বর্ষী ক্রিকেটারের ভাই বিকাশ। তবে কিং কোহলির আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তার এক সময়ের সতীর্থ এবি ডি ভিলিয়ার্স জানিয়েছেন ভিন্ন তথ্য। প্রোটিয়া তারকা বলেছেন, দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন কোহলি-আনুশকা দম্পতি।







