চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচ চলছে দুবাইতে। ম্যাচে ভারতীয় ফিল্ডার হিসেবে ক্যাচের রেকর্ড গড়েছেন ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বিরাট কোহলি। ছাড়িয়ে গেছেন স্বদেশি তারকা মোহাম্মদ আজহারউদ্দিনকে।
ম্যাচের আগে ফিল্ডার হিসেবে কোহলির ক্যাচের সংখ্যা ছিল ১৫৬টি। পাকিস্তানের ইনিংসে দুটি ক্যাচ নিয়েছেন। যা ভারতীয় হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এনে দিয়েছে। আগে এ রেকর্ড ছিল আজহারউদ্দিনের দখলে। তার মোট ক্যাচের সংখ্যা ১৫৬টি।
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচের তালিকায় কোহলি এখন তৃতীয়। ২১৮ ক্যাচ নিয়ে সবার উপরে শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধনে। দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। পন্টিংয়ের ক্যাচের সংখ্যা ১৬০টি। আর তিনটি হলেই অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে যাবেন কোহলি।
আরেকটি অপ্রত্যাশিত রেকর্ডের মালিক হয়েছে ভারতীয় দল। টানা সর্বোচ্চ ম্যাচে টসে হারের রেকর্ড গড়েছে রোহিত শর্মার ভারত। ২০২৩-২৫ পর্যন্ত টানা ১২ ম্যাচে টসে হেরেছে ভারত। এর মধ্যে নয় ম্যাচে অধিনায়ক ছিলেন রোহিত, তিনটিতে লোকেশ রাহুল। তালিকায় দুইয়ে আছে নেদারল্যান্ডস, তারা ২০১১-১৩ পর্যন্ত টানা ১১ ম্যাচে হেরে রেকর্ড গড়েছিল।
ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করা পাকিস্তান এ ম্যাচে ১৪৭টি ডটবল দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসরের শুরুর ম্যাচে ১৬১টি ডটবল দিয়েছিল আয়োজক পাকিস্তান।









