পাকিস্তানের আয়োজনে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞ-তরুণ মিশেলে দল গড়েছিল ভারত। দুবাইতে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা ঘরে তুলেছে দলটি। দলের তরুণদের সাথে খেলে ভালো লাগছে এবং তারা সঠিক পথেই নিয়ে যাচ্ছে, মনে করছেন বিরাট কোহলি।
অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাশাপাশি তরুণরা ভারতকে এগিয়ে দিচ্ছেন। ব্যাট হাতে শুভমন গিল, অক্ষর প্যাটেলরা ভালো করেছেন। বল হাতে জাসপ্রিত বুমরাহর অভাব বুঝতে দেননি মোহাম্মদ শামি-হার্দিক পান্ডিয়ারা।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিব্যক্তিতে কোহলি বলেছেন, ‘এটা অসাধারণ অনুভূতি, অস্ট্রেলিয়ার কঠিন সফর থেকে ভালোভাবে ফেরার চেষ্টা ছিল আমাদের। তরুণদের সাথে খেলাটা দারুণ লাগলো। তারা ম্যাচে এগিয়ে আসছে এবং ভারতকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। দীর্ঘদিন দলে খেলার পর আপনাকে চাপে খেলার মতো অবস্থায় থাকতে হবে।’
‘শিরোপা জিততে পুরো দলকে ভিন্ন আঙ্গিকে এগিয়ে আসতে হবে। অনেকেই এখানে দুর্দান্ত খেলেছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফলতা পেয়েছি। তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, অভিজ্ঞতা ভাগাভাগি করার চেষ্টা ছিল, কীভাবে দীর্ঘদিন খেলেছি সেগুলো বলেছি। যখন চলে যাবেন, নিজেকে ভালো অবস্থানে রেখে যেতে চাইবেন।’
‘গিল, আয়ার, রাহুল কার্যকরী ইনিংস খেলেছে। দল ভালো নেতৃত্বে আছে। দলের এ অবস্থায় কয়েকজন খেলোয়াড় নিয়ে নিউজিল্যান্ড কী করতে পারে তা আমরা জানি। তারা একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামে। প্রতিটি ফিল্ডার জানে বোলার কোথায় বল করবে। তাদের জন্য অনেক অনেক শুভ কামনা।’









