বাংলাদেশকে বিধ্বস্ত করার ম্যাচে রোমাঞ্চকর সেঞ্চুরি উপহার দিয়েছেন বিরাট কোহলি। শেষের তিন ওভারে ‘ওয়ান ম্যান শো’ দেখিয়েছেন কিংবদন্তি ব্যাটার। ছক্কায় হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেছেন। দুর্দান্ত ব্যাটিংয়ে হয়েছেন ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’। পুরস্কার গ্রহণের সময় অবশ্য জাদেজার কাছ থেকে ম্যাচসেরার খেতাবটি ‘চুরি’ করেছেন বলে মন্তব্য করেছেন কোহলি।
ছয়টি চার ও চারটি ছক্কায় ৯৭ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি। তার সেঞ্চুরির ইনিংসেই বিশ্বকাপের চলতি আসরে টানা চার ম্যাচেই জয় পেয়েছে ভারত। তাতেই ম্যাচসেরা হয়েছেন তিনি।
অন্যদিকে বল হাতে দুর্দান্ত ছিলেন রবীন্দ্র জাদেজা। ১০ ওভার বল করে ৩৮ রান খরচায় নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। জাদেজা দুটি শিকারই পাল্টে দিয়েছিল ম্যাচের মোমেন্টাম। ফিরিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসকে। এছাড়া দুর্দান্ত ক্যাচে ফেরান মুশফিককেও। তাই ম্যাচসেরার পুরস্কারের অন্যতম দাবিদার ছিলেন এই অলরাউন্ডার। তবে সেঞ্চুরি করে তা নিজের করে নেন কোহলি। সে কারণে জাদেজার কাছে ক্ষমা চেয়েছেন কিংবদন্তি ব্যাটার।
পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, জাড্ডু (জাদেজা) থেকে এটি (প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার) চুরি করার জন্য দুঃখিত। আমি দলের জয়ে বড় অবদান রাখতে চেয়েছি। যখন আমি বিশ্বকাপে ফিফটি পূর্ণ করেছি, তাই এটি শেষ (সেঞ্চুরি পূর্ণ) করতে চেয়েছি।’
‘এটি একটি স্বপ্নের শুরু ছিল। এটা শুধু আপনাকে শান্ত করে। পিচ ভালো ছিল, আমাকে খেলা খেলতে দিয়েছিল। গ্যাপ দেখে হিট করেছি, যখনই পেরেছি বাউন্ডারি আদায় করেছি। ড্রেসিংরুমে দারুণ পরিবেশ ছিল। বাইরে এসে এভাবে খেলার জন্য সেখান থেকেই আপনাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। গ্যালারি পূর্ণ দর্শকের সামনে এভাবে খেলতে পারাটাও একধরণের বিশেষ অনুভূতি।’







