আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ দিন পর ফিরবেন ভারতের অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। চলতি মাসে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টুয়েন্টিতে ভারতকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। সেই ওয়ানডে দলে থাকবেন এ দুই ব্যাটার। সবশেষ এ বছরের মার্চে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন কোহলি-রোহিত।
অস্ট্রেলিয়া সিরিজের জন্য এখনও পুর্ণাঙ্গ দল ঘোষণা করেনি বিসিসিআই। শনিবার ঘোষণা করা হবে দল, তবে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, ওয়ানডে দলে থাকছেন ৩৮ বর্ষী রোহিত এবং ৩৬ বর্ষী কোহলি। এশিয়া কাপ শেষ হতেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই ম্যাচ টেস্ট খেলছে ভারত। যার কারণে বিশ্রাম পাচ্ছেন না অনেক ক্রিকেটার। রোহিত ওয়ানডে দলের অধিনায়ক থাকবে কিনা সে বিষয়েও আলোচনা করবে বোর্ড।
গণমাধ্যমগুলো জানায়, দলে ডাক পেতে পারেন অভিষেক শর্মা। চোটের কারণে হার্দিক পান্ডিয়া এবং রিশভ প্যান্ট থাকছেন না দলে। এশিয়া কাপ এবং টানা টেস্ট খেলার কারণে বোর্ড বিশ্রাম দিতে পারে শুভমন গিলকে। গিলের সাথে আলোচনা করে বোর্ড ঠিক করবে তাকে বিশ্রাম দেয়া হবে কি না।
২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত-কোহলি। রোহিত ২০২৪ সালের ডিসেম্বরে এবং কোহলি চলতি বছরের জানুয়ারিতে শেষ টেস্ট ম্যাচ খেলেন, এরপর টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন।
১৯ অক্টোবর থেকে শুরু হবে সিরিজটি, এরপর ২৩ তারিখ দ্বিতীয় ওয়ানডে এবং ২৫ তারিখ শেষ ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবে ভারত। ২৯ অক্টোবর প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামবে দুদল। এরপর যথাক্রমে ৩১ অক্টোবর, ২, ৬ এবং ৮ নভেম্বর বাকি টি-টুয়েন্টি মাঠে গড়াবে।









