ক্রিকেটে অবদানের জন্য ইংলিশদের সর্বোচ্চ বেসামরিক পদক নাইটহুড উপাধি পেয়েছেন জিমি অ্যান্ডারসন। উইন্ডসোর ক্যাসেলে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রিন্সেস আন্নে পদকটি তুলে দেন অ্যান্ডারসনের হাতে।
চলতি বছরের এপ্রিলে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী রিশি সুনাকের বিদায়ী পদকপ্রাপ্তির তালিকায় নাম ছিল অ্যান্ডারসনের । ৪৩ বর্ষী এই কিংবদন্তি দীর্ঘ ২২ বছর দেশটির হয়ে লাল বলের ক্রিকেট খেলেছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে ১৮৮তম টেস্ট খেলে ইতি টানেন টেস্ট ক্যারিয়ারের।
টেস্টে উইকেট শিকারের তালিকায় অ্যান্ডারসনের ওপরে আছেন দুই কিংবদন্তি বোলার মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন। ৮০০ উইকেট নিয়ে শীর্ষে আছেন লঙ্কান স্পিনার মুরালিধরন। আর দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার স্পিনার শেন ওয়ার্নের উইকেট ৭০৮টি। টেস্ট থেকে বিদায়ের আগে অ্যান্ডারসন তুলে নেন ৭০৪ উইকেট।

ওয়ানডে ক্রিকেটেও ইংলিশদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। ইংলিশদের হয়ে ১৯৪ ম্যাচে রেকর্ড ২৬৯ উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে হাজার উইকেটের মাইলফলক না ছুঁতে পারলেও সকল সংস্করণে তার উইকেট ৯৯৩টি। ব্যাট হাতে করেছেন ১৬২৭ রান। সাদা বলের ক্রিকেটে সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০১৫ সালে।
৪৪ বছর বয়সে পা দিতে চলা অ্যান্ডারসন বর্তমানে শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে বাড়িয়েছেন এক বছরের চুক্তিও।









