রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বরখাস্তকৃত সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে চুমু কাণ্ডের জেরে মামলা দায়ের করেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার জেনিফার হারমোসো। দেশটির প্রসিকিউটর অফিস বুধবার জানিয়েছে, রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেছেন স্পেনের ফরোয়ার্ড।
সিডনিতে গত ২০ আগস্ট মেয়েদের বিশ্বকাপ ফুটবলে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। পুরস্কার বিতরণীর মঞ্চে হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন রুবিয়ালেস।
ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়া ছাড়াও রুবিয়ালেসের ব্যাপারে স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত (টিএডি) এবং ফিফার তদন্ত চলছে।
গত ২৮ আগস্ট স্প্যানিশ প্রসিকিউটররা ঘোষণা দেন, ৪৬ বর্ষী বরখাস্তকৃত সভাপতির আচরণ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন এবং হারমোসোকে তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের সুযোগ দিয়েছেন।
৩৩ বর্ষী হারমোসো অভিযোগটি আনুষ্ঠানিকভাবে দায়েরের জন্য ১৫ দিন সময় পেয়েছিলেন। চলতি সপ্তাহে তিনি অভিযোগ দায়ের করেন।
এর আগে বিবৃতিতে হারমোসো বলেছিলেন, তার সম্মতি ছাড়াই রুবিয়ালেস চুমু দিয়েছিল। রুবিয়ালেস এর আগে দাবি করেছিলেন, সম্মতিতেই তিনি চুমু দিয়েছিলেন।







