বিরল এক রেকর্ড উপহার দিয়েছেন ২০১৮ সালে ইংল্যান্ডে পাড়ি জমানো ৩৭ বর্ষী স্পিনার কিশোর কুমার সাধক। পরপর দুই ওভারে দুই হ্যাটট্রিক করেছেন। ইংল্যান্ডের কাউন্টি ডিভিশন ছয়ের ম্যাচে ইপ্সউইচ এন্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে কেসগ্রেভের বিপক্ষে বাংলাদেশি প্রবাসী কিশোর ২১ রানে তুলে নিয়েছেন ৬ উইকেট। যার ৩টি নেন প্রথম হ্যাটট্রিকের পথে নিজের করা পঞ্চম ওভারে, আর ষষ্ঠ ওভারে আরও ৩টি নিয়ে করেন দ্বিতীয় হ্যাটট্রিক।
টেস্ট ক্রিকেটে ১১৩ বছর আগে প্রথম ও শেষ বোলার হিসেবে একদিনে জোড়া হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার জিমি ম্যাথিউস। সাউথ আফ্রিকার বিপক্ষে ১৯০৭ সালে ওল্ড ট্রাফোর্ডে রেকর্ডটি করেছিলেন এ স্পিনার।
প্রথম শ্রেণি ক্রিকেটে দীর্ঘ ইতিহাসে এপর্যন্ত ৮ জন একই ম্যাচে করেছেন ২টি করে হ্যাটট্রিক। এক ইনিংসে দুই হ্যাটট্রিক করেছেন দুজন। ইংল্যান্ডের আলবার্ট ট্রট ও ভারতের যোগীন্দর সিং রাও।
১১৮ বছর আগে ১৯০৭ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে জোড়া হ্যাটট্রিক করেন ট্রট। ৬২ বছর আগে ১৯৬৩ সালে রঞ্জি ট্রফিতে আরেকটি জোড়া হ্যাটট্রিকের দেখা মেলে যোগীন্দর সিংয়ে হাত ধরে। তাদের দুই হ্যাটট্রিক টানা দুই ওভারে হয়েছিল কিনা পরিসংখ্যান খুঁজে পাওয়া দুষ্কর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্কোরকার্ডে দেখা যায় ৬ উইকেটের ৫টিই কিশোর নিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারকে বোল্ড করে। আরেকটি ক্যাচ বানিয়ে। তার দল ৭ উইকেটে জয় তুলেছে।
ম্যাচ শেষে কিশোর বলেছেন, ‘ম্যাচের পর অনেকের ফোন পাচ্ছিলাম। ম্যাচের সময় যখন দেখলাম ষষ্ঠ ব্যাটার বোল্ড হয়েছে, আমি আকাশে উড়ছিলাম। যা অসাধারণ অনুভূতি। ম্যাচ শেষে আমরা সবাই একটি রেস্তোরাঁয় প্রায় আড়াইঘণ্টা সময় কাটিয়েছি।’
ইংল্যান্ডে ক্রিকেটে দুরন্ত সময় কাটানো কিশোরের বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটে। তার ক্রিকেটীয় অধ্যায় শুরু হয় এসেক্সের রেইনহ্যাম ক্রিকেট ক্লাবে। ক্রিকেটের পাশাপাশি কর্মজীবনে তিনি ন্যাশনাল হেলথ সার্ভিসের একজন প্রশিক্ষক।









