দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হলো বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল আলোচিত নতুন সিনেমা ‘কিং’–এর। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশন–থ্রিলারটি মুক্তি পাবে চলতি বছরের ২৪ ডিসেম্বর! বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) নির্মাতারা প্রকাশ করেন সিনেমাটির একটি রিলিজ ডেট টিজার, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। টিজারে ইঙ্গিত দেওয়া হয়- বছরের শেষটা হতে যাচ্ছে অ্যাকশন আর উত্তেজনায় ভরপুর।
নতুন এই টিজারেও শাহরুখের বিধ্বংসী এন্ট্রি ছিলো চোখে পড়ার মতো। কালো পর্দায় ভেসে ওঠা কথায়- বছরের শেষটা হতে যাচ্ছে অ্যাকশন আর উত্তেজনায় ভরপুর! এরপরই দেখা যায়, কাচের ছাদ ভেঙে বিধ্বংসী ভঙ্গিতে প্রবেশ করছেন শাহরুখ খান। চোখে আগুন, বজ্রমুষ্ঠি হাত- এক মুহূর্তেই স্পষ্ট হয়ে যায়, ‘কিং’ চরিত্রে তিনি ফিরছেন চেনা কিন্তু আরও আগ্রাসী রূপে।
‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর শাহরুখ খানের নতুন এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ভক্তরা সিনেমাটির মুক্তির তারিখ জানার অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই জল্পনার ইতি টানলেন শাহরুখ ও সিদ্ধার্থ আনন্দ।
‘কিং’ সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো- এতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তার কন্যা সুহানা খান। জয়া আখতারের ‘দ্য অর্চিজ’–এ অভিনয়ের পর এটিই সুহানার বড় বাজেটের বাণিজ্যিক সিনেমায় অভিষেক।
এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাহরুখের দীর্ঘদিনের পর্দাসঙ্গী দীপিকা পাড়ুকোনেকে। নির্মাণসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এটি কোনো ক্যামিও নয়; বরং দীপিকার জন্য বিশেষভাবে লেখা একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী চরিত্র থাকছে ছবিতে।
শাহরুখ–সুহানা–দীপিকার পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অভয় ভার্মা, আরশাদ ওয়ার্সি ও রানি মুখার্জীসহ একঝাঁক তারকা।
সব মিলিয়ে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ হতে যাচ্ছে ২০২৬ সালের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত বলিউড অ্যাকশন সিনেমাগুলোর একটি- যেখানে ‘গর্জে উঠতে’ শাহরুখ খান সত্যিই প্রস্তুত! পিঙ্কভিলা









