Site icon চ্যানেল আই অনলাইন

কীভাবে অভিষেক ঘটবে রাজা তৃতীয় চার্লসের?

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শনিবার আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হচ্ছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। রাজকীয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মুকুট পরানো হবে রাজার মাথায়। এর মধ্যদিয়ে মা দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসেবে ব্রিটিশ সিংহাসনে বসছেন তিনি।

রাজকীয় জাঁকজমকের এ অভিষেক এক হাজার বছরেরও বেশি সময় আগের আচার-অনুষ্ঠানে ভরপুর হবে। চার্লসের স্ত্রী ক্যামিলা পার্কারও পরবেন মুকুট।

দুনিয়াজুড়ে এখন একটাই প্রশ্ন: কিভাবে অভিষেক হবে রাজার?

দুই ঘণ্টারও কম সময়ের অনুষ্ঠানটি পাঁচটি পর্যায়ে বিভক্ত থাকবে বলে জানা যাচ্ছে:

স্বীকৃতি
ক্যান্টারবারির আর্চবিশপ এই পর্বটি পরিচালনা করবেন। তিনি চার্চ অফ ইংল্যান্ডের প্রধান ধর্মগুরু। চার্লস উপস্থিতদের মুখোমুখি হওয়ার সময় ৭০০ বছরের পুরনো করোনেশন চেয়ারের পাশে দাঁড়াবেন। একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিক উপস্থাপনার পরে আর্চবিশপ ঘোষণা করবেন: ‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন।’

শপথ
আনুষ্ঠানিকতা থেকে এগিয়ে গিয়ে আর্চবিশপ রাজাকে তার রাজ্যাভিষেকের শপথের আইনি প্রয়োজনীয়তায় নামবেন। রাজাকে জিজ্ঞাসা করা হবে তিনি দেশের বিদ্যমান আইন বহাল রাখবেন এবং দেশে খ্রিস্টান ধর্ম বজায় রাখবেন কিনা। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীগুলিকেও অনুষ্ঠানে স্বীকার করা হবে বলে আশা করা হচ্ছে। চার্লস তারপর একটি দ্বিতীয় শপথ নেবেন, যেখানে তিনি ‘বিশ্বস্ত প্রোটেস্ট্যান্ট’ হওয়ার প্রতিশ্রুতি দেবেন।

অভিষেক
এখন ঐতিহ্যবাহী আধ্যাত্মিক আনুষ্ঠানিকতার পর্ব। চার্লসকে আনুষ্ঠানিকভাবে অভিষেক করার আগে আর্চবিশপ জেরুজালেমে একটি সোনার ফ্লাস্ক থেকে তৈরি একটি তেল ঢেলে দেবেন যাকে অ্যামপুলা বলা হয়। অনুষ্ঠানের এই অংশটি একটি বন্ধ পর্দার আড়ালে সঞ্চালিত হবে।

মুকুট
এই পর্বে অবশেষে চার্লসকে মুকুট পরানো হবে। সোনার মুকুট, যাতে ৪০০ টিরও বেশি রত্ন পাথর রয়েছে, ১৬৬১ সালে দ্বিতীয় চার্লস এর রাজ্যাভিষেকের পর থেকে মুকুটটি ব্যবহার হয়ে আসছে।

সিংহাসন
অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায় হল চার্লস এর  সিংহাসনে আরোহন। তার জ্যেষ্ঠ পুত্র, প্রিন্স উইলিয়াম প্রথমে হাঁটু গেড়ে এবং ডান হাতে চুম্বন করে আনুগত্যের শপথ করে নতুন রাজাকে শ্রদ্ধা জানাবেন। তারপর কিছু অতিথিকে নতুন রাজার প্রতি শ্রদ্ধা জানাতে আমন্ত্রণ জানানো হবে।

Exit mobile version