নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, তিনি ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণকে পুরোপুরি সমর্থন করেন।
বিবিসি জানিয়েছে, আজ ১৯ জুন বুধবার দীর্ঘ ২৪ বছর পর নর্থ কোরিয়ায় মাটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পা রেখেছেন। তার সফর উপলক্ষে এমন মন্তব্য করেছেন কিম।
নর্থ কোরিয়ায় নামার পর পুতিনকে একটি লাল গালিচা স্বাগত জানান কিম। এরপর দেশের সম্পর্ক বিষয়ে আলোচনার জন্য নর্থ কোরিয়ায় রাজধানী পিয়ংইয়ংয়ে বৈঠক শুরু করেছেন দুই নেতা।
বৈঠকে তাদের মধ্যে দুই দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল ও পারস্পারিক সামরিক সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও দুই দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
পুতিন ও কিম দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিয়েছেন। তাদের এই ঘোষণা সিউল ও ওয়াশিংটনে জন্য নতুন উদ্বেগের জন্ম দিতে পারে।









