যুক্তরাষ্ট্রে ৮৫ বছর বয়সি স্টিভেন শোয়ার্টজ নামে এক ব্যক্তি তার ৮১ বছর বয়সী স্ত্রী শ্যারন শোয়ার্টজকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। নিহত স্ত্রী তার স্বামী স্টিভেনের জন্য প্যানকেক বানিয়ে খেতে জোরাজুরি করায় তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার জন্য মার্কিন অ্যাটর্নি অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর স্টিভেন শোয়ার্টজ তার স্ত্রী শ্যারন শোয়ার্টজকে রান্নাঘরের ছুরি দিয়ে হত্যা করেছিলেন।
স্টিভেন শোয়ার্টজ পুলিশকে বলেছেন, সাম্প্রতিক স্ট্রোকের পরে, তার চলাফেরার ক্ষমতা এবং খাদ্যাভ্যাস অনেকটাই পরিবর্তিত হয়েছে এবং তার স্ত্রী তাকে ওজন বাড়ানোর জন্য খাবার দিয়েছিলেন।
স্টিভেন বলেন, ঘটনার দিন সকালে তার স্ত্রী তাকে একটি প্যানকেক খাওয়ানোর চেষ্টা করছিলেন এবং তিনি তার স্ত্রীকে বলেছিলেন তিনি এটি খেতে পারবেন না। তিনি মিষ্টি জাতীয় খাবার খাবেন না। তিনি খাবেন না বলে তার স্ত্রী হাতে একটি ছুরি নিয়ে নিজের ক্ষতি করবেন বলে জানান। হাত থেকে সেই ছুরি নিতে গিয়ে ধস্তাধস্তিতে তার স্ত্রী আহত হয়ে যান।
নিউইয়র্ক পোস্টের মতে, স্টিভেন শোয়ার্টজ এই ঘটনাকে একটি দুর্ঘটনা বলে ব্যখা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি তার স্ত্রীকে অনেক ভালবাসতেন। তবে এই দুর্ঘটনা তার কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে নিয়েছে।







