যুক্তরাজ্যের হার্ডফোর্ডশায়ারের বুশে শহরে ক্রসবো (ধনুক জাতীয় অস্ত্র) দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির সাংবাদিক জন হান্টের স্ত্রী ও দুই কন্যাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, নর্থ লন্ডনের একটি কবরস্থানের কাছে সন্দেহভাজন ২৬ বছর বয়সী কাইল ক্লিফোর্ডকে আহত অবস্থায় আটক করা হয়।
জন হান্টের পরিবারকে চেনেন এমন এক নারী বলেন, তারা খুবই দয়াময়, বন্ধুত্বপূর্ণ এবং কোমল মনের মানুষ ছিলেন। তারা সব সময় অন্যদের কথা ভাবতেন। বিবিসি রেডিও ফাইভ লাইভের উপস্থাপক মার্ক চ্যাপম্যান এই ঘটনায় তার সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি হৃদয়বিদারক দিন ছিল।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি করতেন। আটকের সময় তিনি আহত ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। হামলার ঘটনায় জন হান্টের স্ত্রী ৬১ বছর বয়সী ক্যারল হান্ট, তার দুই মেয়ে হান্না হান্ট (২৮) এবং লুইস হান্ট (২৫) গুরুতর আহত হন এবং সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।
শহরের মেজর ক্রাইম ইউনিটের ডিট ইন্সপেক্টর জাস্টিন জেনকিন্স বলেছেন, এটি ভুক্তভোগীদের পরিবারের জন্য একটি কঠিন সময়। ঘটনার তদন্ত চলছে।









