Advertisements
শত প্রলোভনেও মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত না হয়ে জীবন দিয়েছেন জাতীয় চার নেতা। ১৯৭৫ এর তেসরা নভেম্বর আলাদা কক্ষ থেকে চারজনকে এক কক্ষে এনে দু’বার ব্রাশফায়ার করে এবং বেয়োনেট দিয়ে খুঁচিয়ে তাদের হত্যা করা হয়। জাতির পিতা এবং জাতীয় চার নেতার হত্যার নেপথ্যদের খুঁজে বের করে মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন শহিদ নেতাদের পরিবারের সদস্য।






