অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকা জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। শনিবার (৪ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।
যদিও কিয়ারা-সিদ্ধার্থ এ ঘোষণা এখনো দেননি। তবে ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন, ‘আমরা #কিয়ারা আদভানি এবং #সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের অনুষ্ঠান কভার করতে জয়সালমীর যাচ্ছি’।
যা প্রকাশ্যে আসতেই এই জুটির বিয়ের খবর চারিদিকে ঘুরপাক খাচ্ছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ‘কিয়ারা-সিদ্ধার্থ রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেল বিয়ের ভেন্যু নির্ধারণ করেছেন। ৪ ও ৫ ফেব্রুয়ারি বিলাসবহুল এই হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’
ইতোমধ্যেই এই প্যালেসের প্রায় ৮০টি রুম বুক করা হয়েছে ১০০ অতিথির জন।

এর আগে ২০২১ সালে রাজস্থানে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল গাঁটছড়া বাঁধেন। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। কিয়ারা-সিদ্ধার্থের বিয়েতেও ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। অবশেষে চার হাত এক হচ্ছে এই যুগলের।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস