বলিউডের জনপ্রিয় দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘর আলোকিত করে জন্ম নেওয়া কন্যাশিশুর নাম জানালেন তারা। শুক্রবার (২৮ নভেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে মেয়ের সুন্দর নাম প্রকাশ করেন দু’জনে।
ছবিতে দেখা যায় তাদের আঙুলের ফাঁকে ধরা রয়েছে নবজাতকের ছোট্ট পা। সেই ছবির সঙ্গে তারা লিখেছেন,“সবার প্রার্থনায় আমাদের কাছে আসা ঈশ্বরের বর— আমাদের রাজকন্যা, সারায়াহ মালহোত্রা।”
তারা কীভাবে মেয়ের নাম ঠিক করলেন, সে বিষয়ে কিছু জানাননি। তবে বলিউডের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ‘সারায়াহ’ নামটি সম্ভবত হিব্রু ভাষার ‘সারা’ শব্দ থেকে অনুপ্রাণিত, যার অর্থ রাজকুমারী।
উল্লেখ্য, গত ১৫ জুলাই প্রথম সন্তানের জন্মের খবর নিজেরাই প্রকাশ করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তখন তারা লিখেছিলেন, “আমাদের হৃদয় পরিপূর্ণ, আমাদের পৃথিবী বদলে গেছে। আমরা এক কন্যাসন্তানের আশীর্বাদ পেয়েছি।”
দম্পতির মেয়ের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর ভালোবাসার স্রোত বইছে। ভক্তরা উচ্ছ্বাস জানাচ্ছেন নতুন ‘মালহোত্রা রাজকন্যা’ সারায়াহকে ঘিরে। ডিএনএ ইন্ডিয়া









