জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারকাবহুল খুলনা বিভাগ। এনামুল বিজয়, ইমরুল কায়েস, আজিজুল তামিম, নুরুল হাসান সোহানদের উপস্থিতির পরও চার ম্যাচের তিনটিতে হেরেছে খুলনা বিভাগ। সবশেষ টেবিলের তলানিতে থাকা সিলেটের কাছে হেরে বেহাল অবস্থা দলটির।
প্রথম ম্যাচে রাজশাহীর কাছে বৃষ্টি আইনে হার দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচে বরিশালের সাথে ১ রানের জয় পেয়েছিল নুরুল হাসান সোহানের দল। এরপর ঢাকা মেট্রোর কাছে ২ উইকেটের হারের পর টেবিলের তলানির দল সিলেটের কাছে হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে।
সিলেট একাডেমি গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে বিজয়-কায়েসরা। সর্বোচ্চ ৪৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান। জিয়াউর রহমান ও মো. মিঠুন থেকে আসে ২১ ও ২০ রান।
সিলেটের এবাদত হোসেন ও নাবিল সামাদ নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন জিশান আহমেদ ও খালেদ আহমেদ।
জবাব দিতে নেমে ওপেনার জিশান আলমের ৪৮ বলে ৭৩ রান এবং অপর ওপেনার তৌফিক খান তুষারের ২৪ রানের সুবাদে ১৮.৩ ওভারে ১৫০ রান তোলে সিলেট। ৬ উইকেটের বড় জয়ে আসরের প্রথম জয় নিশ্চিত হয় দলটির।
এ জয়ে টেবিলের ছয়ে উঠেছে সিলেট, তলানিতে নেমেছে খুলনা বিভাগ। দলটির তিন বোলার জায়েদ উল্লাহ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাহিদুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।









