দ্বিতীয় কোয়ালিফায়রে চিটাগং কিংসের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের দেখেছিল খুলনা টাইগার্স। সেখান থেকে টেনে তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ার। অঙ্কন ফিরে গেলেও প্লে-অফের আগে দলে ভেড়ানো ক্যারিবীয় তারকার ঝড়ো ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে খুলনা। চিটাগংকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে খুলনা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ গড়েছে তারা।
আগে ব্যাটে নামা খুলনা ১১ রানে দুই উইকেট হারায়। ব্যর্থ হয়ে ফিরে যান মেহেদী হাসান মিরাজ ও অ্যালেক্স রোস। ৪২ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় দলটি। নাঈম শেখ ১৯ রান এবং আফিফ হোসেন ৮ রান করে ফিরে যান। পরে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ার। পঞ্চম উইকেট জুটিতে ৫০ বলে ৭৩ রান যোগ করেন দুজনে।
১৭.১ ওভারে তিন ছক্কা ও এক চারে ৪১ রান করে ফিরে যান অঙ্কন। তার আগে পাঁচটি চার ও তিন ছক্কায় ২৯ বলে ফিফটি করেন হেটমায়ার। ফিরে যান দলীয় ১৪৬ রানে। ছয়টি চার ও চারটি ছক্কায় ৩৩ বলে ৬৩ রান করেন ক্যারিবীয় তারকা। শেষ দিকে জেসন হোল্ডার একটি করে চার ও ছক্কায় ৫ বলে ১২ রান করে খুলনার সংগ্রহ পৌঁছান ১৬৩ রানে। এছাড়া মোহাম্মদ নাওয়াজ ২ বলে ৫ রান করেন।
চিটাগংয়ের হয়ে বিনুরা ফের্নান্দো ২ উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, খালেদ আহমেদ ও আরাফাত সানি নেন একটি করে উইকেট।









