জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে নাটকীয় এক ম্যাচ হয়েছে সিলেটে। বরিশালের বিপক্ষে শেষ ওভারে টেনেটুনে জয় পেয়েছে খুলনা বিভাগ। নুরুল হাসান সোহানের দল জয় পেয়েছে ১ রানে। জাতীয় লিগে এটি খুলনার প্রথম জয়। ম্যাচজয়ী ইনিংস খেলেছেন সোহান।
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সকালে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বরিশাল। লো স্কোরিং ম্যাচে খুব বেশি রান করতে পারেনি খুলনা, ১৩০ রানে থামে দলটি। জবাবে বরিশালের ইনিংস থেমেছে ১২৯ রানে, ১ রানের জয় পেয়েছে খুলনা।
খুলনার ওপেনার এনামুল হক বিজয় করেন ১৮ বলে ২৪ রান। সর্বোচ্চ রানের ইনিংস আসে সোহানের থেকে, ৩৫ বলে উইকেটকিপার-ব্যাটার করেন ৩৯ রান। জিয়াউর রহমান ১৭ ও মোহাম্মদ মিথুন ১৪ রান করলে ৯ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান।
বরিশালের কামরুল ইসলাম রাব্বি নেন ৪ উইকেট। অন্য চার বোলার নেন একটি করে উইকেট।
জবাবে ভালো শুরু করেন উইকেটকিপার-ব্যাটার আব্দুল মজিদ, তার থেকে আসে ৫১ রান। অপর ব্যাটার মঈন খান ৪৩ রানে অপরাজিত থেকেও দলকে জয়ের বন্দরে নোঙর করাতে পারেননি। ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে থামে বরিশাল।
শেষ ওভারে বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। মেহেদী হাসান রানার বুদ্ধিদীপ্ত বোলিং এবং নুরুল হাসান সোহানের ভালো ফিল্ডিংয়ের সামনে ১ রানে হার মানে বরিশাল। ম্যাচসেরা হন সোহান। জয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে খুলনা।
খুলনার মেহেদী হাসান রানা ও নাহিদুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।









