মেয়েদের বক্সিংয়ে সোনা জেতা আলজেরিয়ার ইমানে খেলিফ অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন। সেজন্য পুলিশে অভিযোগ দায়ের করেছেন। খেলিফে আলজেরিয়ার প্রথম নারী যিনি এ ইভেন্টে স্বর্ণ এনেছেন।
২৫ বর্ষী খেলিফ প্যারিস অলিম্পিকে মাঝামাঝি সময়ে আলোচনার কেন্দ্রে আসেন। তার বিপক্ষে অভিযোগ ওঠে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে লিঙ্গের যোগ্যতার পরীক্ষায় উৎরাতে পারেননি। এজন্য আইবিএ তাকে খেলতে বারণ করে দেয়।
শুক্রবার চীনের ইয়াং লিওকে হারিয়ে প্রথমবার অলিম্পিক সোনাজয়ের পর বলছেন, তিনি অন্য নারীদের মতোই। বলেছেন, ‘আমি অনেক আনন্দিত। আট বছর ধরে এই স্বপ্ন দেখেছি। এখন সোনাজয়ী অলিম্পিক চ্যাম্পিয়ন। আট বছর ধরে অনেক কষ্ট করেছি। নির্ঘুম রাত কাটিয়েছি। আর এখন তার ফল হিসেবে অলিম্পিক চ্যাম্পিয়ন হলাম।’
‘আমি অন্য নারীদের মতোই একজন নারী। নারী হিসেবেই জন্মগ্রহণ করেছি এবং এভাবেই বেঁচে আছি। আমার সাফল্যের পেছনে শত্রু আছে। তারা আমার সাফল্য হজম করতে পারছে না।’









