পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরেছিলেন উসমান খাজা। এ কারণে আইসিসির শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। প্লেয়িং কন্ডিশন ভঙ্গের দায়ে তাকে অভিযুক্ত করেছে আইসিসি। তবে অভিযোগ মেনে নিতে নারাজ অজি ওপেনার। আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়বেন তিনি।
সিরিজের দ্বিতীয় টেস্টের আগে শুক্রবার এমসিজিতে সংবাদ সম্মেলনে আইসিসির অভিযোগকে চ্যালেঞ্জ জানানোর কথা জানিয়েছেন খাজা। তার দাবি, ব্যক্তিগত শোকের কারণে কালো আর্মব্যান্ড পরেছিলেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, এমসিজি টেস্টে আর্মব্যান্ড পরা থেকে বিরত থাকবেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে সাবেক খেলোয়াড়, পরিবারের সদস্য বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে কালো আর্মব্যান্ড পরার নিয়ম রয়েছে, তার জন্য অবশ্য ক্রিকেট বোর্ড এবং আইসিসি থেকে অনুমোদন নিতে হয়। তবে খাজা বলছেন, তিনি বিশ্বাস করেন না যে আইসিসি ধারাবাহিকভাবে তাদের নিজস্ব নিয়মকানুন বাস্তবায়ন করছে।
‘তারা দ্বিতীয় দিনে (পার্থে) আমাকে জিজ্ঞেস করেছিল এটি কিসের জন্য, আমি তাদের বলেছি এটি ব্যক্তিগত শোকের জন্য। আমি কখনো বলিনি এটি অন্য কিছুর জন্য ছিল। জুতার বিষয়টি আলাদা, তা করতে পেরে আনন্দিত। আর্মব্যান্ড ইস্যুতে অভিযোগটি আমার কাছে কোনও অর্থ বহন করে না। আমি সব নিয়ম অনুসরণ করেছি। অতীতে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। অনেকে ব্যাটে স্টিকার লাগিয়েছে, জুতায় নাম রেখেছে, আইসিসির অনুমোদন ছাড়াই সব ধরনের কাজ করেছে তাদের কখনও তিরস্কার করা হয়নি।’
‘আমি আইসিসি এবং তাদের নিয়মকানুনকে সম্মান করি। আমি তাদের চ্যালেঞ্জ করে বলব, তারা যেন এটি সবার জন্য ন্যায্য এবং ন্যায়সঙ্গত করে তোলে এবং তারা যেভাবে দায়িত্ব পালন করে তাতে যেন সামঞ্জস্য থাকে। সেই সামঞ্জস্যতা এখনো পূরণ হয়নি। এ ব্যাপারে আমি খুব খোলামেলা ও সৎ ছিলাম। আমি আইসিসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।’
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি নিশ্চিত করেছেন, খাজার বার্তা জানানোর কোনো উপায় আছে কিনা তা নিয়ে বোর্ডের আইসিসির সাথে আলোচনা চলছে, যদিও বক্সিং ডে টেস্টের আগে এই আলোচনা সমাপ্তিতে পৌঁছাবে কিনা তা এখনও অনিশ্চিত।







