অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা পাকিস্তানে জন্ম নেয়ায় তার সঙ্গে ‘দুষ্টু ও বিদ্বেষমূলক’ আচরণ করেছে ভারত। সদ্যগত গাভাস্কার-বোর্ডার ট্রফি সিরিজের আগে তার ভিসা জটিলতায় পড়া বিষয়ে ভারতের ইতিহাসবিদ ও বিসিসিআই’য়ের সাবেক প্রশাসক রামচন্দ্র গুহ এমন মন্তব্য করেছেন।
‘খাজা একজন ভালো ক্রিকেটার, সে চমৎকার খেলে এবং তার ভিসা নিয়ে জটিলতা সৃষ্টি বিদ্বেষমূলক। এটা খুব খারাপ দেখায়, না ক্ষমতাসীন বিজেপি নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নয়, অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ার পরও আপনি বা আমি কারও ভিসা এভাবে আটকে রাখতে পারি না।’
‘বিভিন্ন দিক থেকে এটা দুষ্টু এবং বিদ্বেষমূলক আচরণ, প্রকৃতির বিচার যে সিরিজে খাজা সেঞ্চুরিও পেয়েছে।’
‘আমার মতে, ভারতে বিশ্বকাপ খেলতে আসা উচিত পাকিস্তানের, কারণ ক্রিকেটাররা সন্ত্রাসী নয়, তারা সরকারকে প্রতিনিধিত্ব করে না, তারা শুধু একটা খেলা খেলবে।’
অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার উসমান খাজার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি পাকিস্তানি ও অস্ট্রেলিয়ার ভিসায় ভ্রমণ করেন। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারত সিরিজের আগে তার ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়। সেজন্য দলের বাকিরা ভারতে পৌঁছে গেলেও খাজার আসতে একদিন দেরি হয়।







