দর্শকসারি থেকে খেলোয়াড়দের উদ্দেশ্যে গালিগালাজের পরিমাণ বেড়ে গেছে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঠে এটা তীব্রতর, বলছেন অজি বাঁহাতি ওপেনার উসমান খাজা। এজন্য সন্তানদের মাঠে নিয়ে আসেন না। অ্যাশেজের চতুর্থ টেস্ট শুরুর আগে এমন বিস্ফোরক মন্তব্য করলেন তারকা ওপেনার।
জনি বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিংয়ের পর লর্ডসের প্যাভিলিয়নে এমসিসি সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন খাজা। এমসিসি’র তিন সদস্যকে বরখাস্তও করা হয়। তবে সীমানার কাছে ফিল্ডিং করার সময় ক্রিকেটারদের দিকে ধেয়ে আসা কটুকথা শিশুরা শুনছে এবং বিষয়টি নিয়ে খাজা বেশ উদ্বিগ্ন।
‘ব্যক্তিগতভাবে, যদি আমি ক্রিকেট দেখতে আসি, সন্তানদের সাথে আনতে চাইবো না। যদি দেখি তাহলে শতভাগ অভিযোগ করব অথবা চলে যাবো। মনে করি কিছু জিনিস খারাপ হতে পারে। এজবাস্টনে তারা ট্রাভিস হেডকে বাজেভাবে ডাকছিল। আমার বিশ্বাসই হচ্ছিল না যে তারা এমনভাবে জনসম্মুখে কথা বলতে পারে।’
ইংল্যান্ডের খেলোয়াড়রা অস্ট্রেলিয়ায় একই ধরনের আচরণের শিকার হন এবং খাজা এ বিষয়টি উপেক্ষা করবেন না, ‘মাঝে মাঝে আমার মনে হয় এটি হতাশাজনক এবং আমি মনে করি অস্ট্রেলিয়ায় এটি অনেকদূরে যেতে পারে। আমি এটার সমর্থক নই। অনেক খেলা ভালোবেসে এবং দেখে জেনেছি সারাবিশ্বেই এটি ঘটে। এনবিএ-তে এটা ঘটে, বিশেষ করে যখন দর্শকসারির খুব কাছাকাছি যাওয়া হয়। আমি এটার সাথে একমত নই।’
বেয়ারস্টোর ঘটনার পর দর্শকসারি থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে থাকে। অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারিও বলেছেন সেটা। খাজা বলছেন, সেগুলো খুবই ‘বাজে’ এবং এটা ওই ঘটনার আগের থেকে অনেকবেশি পরিমাণ ঘটছে।







