এক সপ্তাহ আগে পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন সালমান খান। অসুস্থ অবস্থায় একটি অনুষ্ঠানে অংশ নেয়ায় সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে বিষয়টি। এতদিন নীরব থাকলেও এবার অসুস্থতা প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি বিগ বসের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন সালমান। সেখানেই প্রথমবার পাঁজরের হাড় ভেঙ্গে যাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেতা।
সালমান ‘বিগ বস’-এর অনুষ্ঠানে প্রবেশ করছিলেন। এসময়ে তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। তখন সালমান সাবধান করেন তাদের। অভিনেতাকে বলতে শোনা যায়, ‘একটু সাবধানে। আমার দুটো পাঁজর ভাঙা।’
বিগ বসের সেটে সালমানকে দেখা গেলেও এই মুহূর্তে বন্ধ রয়েছে সালমানের নতুন সিনেমা ‘সিকান্দার’-র শুটিংয়ের কাজ। এই সিনেমায় সালমানের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে রাশমিকাকে।
জুন মাসে মুম্বইয়ে শুরু হয় ‘সিকান্দার’-এর শুটিং। এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীনই এই অঘটন ঘটে অভিনেতার সঙ্গে। শোনা গেছে শুটিং সেট তৈরি করতেই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা খরচ করেছেন ১৫ কোটি টাকা।
সূত্র: এনডিটিভি








