খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুন আবারও বিশ্বকাপের ম্যাচ বানচালের হুঁশিয়ারি দিয়েছেন। যার ফলে, ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে কঠোর সতর্কতায় রয়েছে ভারতীয় পুলিশ। অবশ্য এর আগেও ভারত-পাকিস্তান ম্যাচ বানচালের হুঁশিয়ারি দিয়েছিল নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’র প্রধান।
রোববার ১৯ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আজ আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাইনাল ম্যাচ ভেস্তে দেওয়ার হুঁশিয়ারি দিল নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’ নামক সংগঠনের খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুন।
আজ দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। এই ম্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচকে ঘিরে খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুন এর হুমকির পর থেকেই গুজরাট পুলিশ সতর্ক হয়েছে।
আমদাবাদে দু’দেশের ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস। এই আবহে ১৯৮৪ সালের শিখ দাঙ্গা এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গার প্রসঙ্গ উত্থাপন করে আজকের দিনে এয়ার ইন্ডিয়া বিমান বয়কটের ডাক দিয়েছে পান্নুন। এর থেকে সন্দেহ জেগেছে অনেকের মনে, তৈরি হয়েছে হামলার শঙ্কা।
হুমকি বার্তায় পান্নুন বলেন, ১৯ নভেম্বর যেন আমদাবাদ, দিল্লি এবং অমৃতসর থেকে কোনও এয়ার ইন্ডিয়ার বিমানে শিখ সম্প্রদায়ের কেউ না চেপে বসেন। এই দিনে এই সব বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান বয়কট করা হোক। ১৯ নভেম্বর বন্ধ করে দেওয়া হোক আমদাবাদ, দিল্লি এবং অমৃতসরের বিমানবন্দর। এই হুমকি বার্তার পরই এই তিন বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিমান হামলার এই পরোক্ষ হুমকির পর এই বিষয়ে কথা বলেছে কানাডাও। এর আগে খালিস্তানিদের বিরুদ্ধে কানাডাকে জানানো ভারতের সব অভিযোগই এড়িয়ে গিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। তবে এই ক্ষেত্রে কানাডা সরকার বলছে, বিমানে হামলার হুমকি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। কানাডার পরিবহন মন্ত্রী পাবলো রড্রিগেজ এ নিয়ে কথা বলেন।
এর আগে বিশ্বকাপের ম্যাচে নাশকতার ছক কষার অভিযোগে সেপ্টেম্বরেই গুজরাট পুলিশে এফআইআর হয়েছিল পান্নুনের বিরুদ্ধে। এরপর তদন্তে নেমে গত ২৩ সেপ্টেম্বর অমৃতসরে পান্নুনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এনআইএ। পান্নুনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: শিখদের খালিস্তান আন্দোলন কী







