প্রখ্যাত অর্থনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব ড. কামাল সিদ্দিকী মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।)
ড. কামাল উদ্দিন সিদ্দিকী সিএসপি ১৯৬৮ ব্যাচ হিসেবে সিভিল সার্ভিসে যোগ দিয়ে দেশের ক্যাবিনেট সচিব, পিএটিসির রেক্টরের দায়িত্বও পালন করেছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাষী ও সৎ জীবন যাপনে অভ্যস্ত ছিলেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।
২০০৬ সালে বিএনপি সরকারের বিদায়ের পরে তিনি দেশের বাইরে চলে যান। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্যে বসবাস করেছেন। মোনাশ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন।
আজ রোববার (৩ নভেম্বর) বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।









