বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। আপাতত বিদেশে নেওয়ার পরিবর্তে ঢাকাতেই তাঁর চিকিৎসা চালানো হবে বলে জানা গেছে।
১০ ডিসেম্বর দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দীর্ঘদিনের পুরোনো লিভারের জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও কিডনির সমস্যা নিয়ে মেডিকেল বোর্ডের উদ্বেগ রয়েছে। খালেদা জিয়ার বয়সজনিত ও বহুমুখী জটিলতার কারণে চিকিৎসা সময়সাপেক্ষ। ডায়ালাইসিস চলমান থাকলেও কিডনির অবস্থা ঝুঁকিপূর্ণ সীমার কাছাকাছি রয়েছে।
বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের সমস্যা নিয়ে ভুগছেন। তাঁর চিকিৎসার জন্য দেশে ও বিদেশের ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে করণীয় ঠিক করছে।
মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, বয়সজনিত কারণে সেরে উঠতে সময় লাগছে। এক রোগ নিয়ন্ত্রণে আসলেই অন্যটি দেখা দেয়। সিসিইউতে অ্যাডভান্স চিকিৎসা দেওয়া হচ্ছে। ওষুধের মাত্রা বা প্রকার পরিবর্তন করে চিকিৎসা চলমান।
পরিবারের পক্ষ থেকে বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শাশুড়ির শয্যাপাশে থেকে চিকিৎসা সমন্বয় করছেন। পাশে আছেন ছোট ভাই শামীম এস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, সৈয়দা শামিলা রহমান ও অন্যান্য পরিচারকরা।








