সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন আছেন, রেসপন্স করছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ‘আইসিউতে বেগম জিয়া চিকিৎসাধীন আছেন। বিদেশি বিশেষজ্ঞরা এখানে চিকিৎসা দিচ্ছেন। বেগম খালেদা জিয়া রেসপন্স করছেন এবং চিকিৎসা নিতে পারছেন।’
মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বেগম খালেদা জিয়াকে যেকোনো সময় উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়া হতে পারে জানান তিনি।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছে।








